প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১৪:৪৭

ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী

অনলাইন ডেস্ক
ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী

ফিলিস্তিনিদের বর্বর নির্যাতন ও জাতিগত শুদ্ধি অভিযান চালানোর প্রতিবাদে ইসরাইলি চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখান করছেন ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান।

ইসরাইলি অস্কার নামে খ্যাত 'অফির' অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি অভিনেত্রী। খবর আরব নিউজের।

জুনা সুলাইমান বলেন, আমাদের ভাই-বোনদের ওপর ইসরাইলি বাহিনী যেভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে- এ অবস্থায় ইহুদিবাদী দেশটিতে গিয়ে পুরষ্কার গ্রহণ করা রীতিমতো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল।

ইসরাইলি পরিচালক এরান কোলিরিন পরিচালিত 'লেট ইট বি মনিং' নামে ছবিটি অস্কারের জন্য পাঠানো হচ্ছে।

এ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালক এরান কোলিরিন ফিলিস্তিনি অভিনেত্রীর লেখা চিঠি পড়ে সবাইকে শুনান।

এতে ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান লিখেছেন, মানচিত্র থেকে আমার দেশের ছবি একটু একটু করে মুছে ফেলা হচ্ছে। এ অবস্থায় আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পারি না।

উপরে