প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১ ১৫:৪৯

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি, তিনজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি, তিনজনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্পে অন্তত তিন জন মারা গেছে এবং আহত হয়েছে সাতজন। সেখানে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ভূমিকম্প শুরু হলে মানুষজন দৌড়ে ঘরের বাইরে বের হয়ে আসতে থাকে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট। বালি পোর্ট থেকে ৬২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সেখানকার সন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জেড ডারমাডা বলেন, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে আমরা আরো খোঁজ নিচ্ছি। আহতদের মধ্যে কারো মেরুদণ্ড ভেঙে গেছে, আবার কারো মাথা ফেটে গেছে।

সূত্র: আল-জাজিরা।

উপরে