প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১ ১৫:৪৩

নদীগর্ভে তলিয়ে গেলো দোতলা বাড়ি

অনলাইন ডেস্ক
নদীগর্ভে তলিয়ে গেলো দোতলা বাড়ি

ভারতের কেরালায় তীব্র বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই বন্যাকবলিত কেরালার কোট্টায়াম জেলায় এক ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। পানির তোড়ে মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে যায় একটি দোতলা বাড়ি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক টুইটে সেই ভিডিও প্রকাশিত হয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ভারতের দক্ষিণের রাজ্যটি। প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরালায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু।

এএনআই-এর টুইটে দেখা যায়, পানির তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা একটি দোতলা বাড়ি মুহূর্তে ধসে গিয়ে বিলীন হয়েছে। তবে ওই সময় বাড়িটিকে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

গত রবিবার থেকে কেরালায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে পরিমাণ কমলেও দেশটির আবহাওয়া দপ্তর বলছে, সোমবার ও মঙ্গলবারও বৃষ্টি হবে রাজ্যের কয়েকটি জেলায়। কিন্তু তীব্রতা কম থাকবে।

উপরে