প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১ ১০:৫৬

যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো

আল-জাজিরার অনুসন্ধান
অনলাইন ডেস্ক
যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো

যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানির অভিযোগগুলো যথাযথভাবে নিষ্পত্তি করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দোষী ব্যক্তিকে সাজা দেওয়ার পরিবর্তে অভিযোগগুলো খারিজ করায় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বেশি তৎপরতা দেখিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্রাসগো এবং ওয়ারউইক।

আল-জাজিরা তাদের ‘ডিগ্রিস অব অ্যাবিউজ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করে। দুই বছর ধরে এ অনুসন্ধান চালায় গণমাধ্যমটির অনুসন্ধানী দল (আই-ইউনিট)। এ সময় তারা যুক্তরাজ্যের এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানিসংক্রান্ত অনেক তথ্য পেয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় তাদের নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাজিরার অনুসন্ধানী দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে চিহ্নিত করেছে। এই দুই শিক্ষক নিজেদের পদ ও ক্ষমতা ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন বলে প্রাক্তন বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন। এর মধ্যে একজনের ক্ষেত্রে শিক্ষকতা করার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। দুই দফায় শিক্ষার্থীসহ কয়েকজন সহকর্মী এমন অভিযোগ তুলেছিলেন। তবে যৌন হয়রানির অভিযোগসহ অতিমাত্রায় মদ্যপান বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সে ব্যাপারে কিছু জানাতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকও আল-জাজিরাকে কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

উপরে