প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১ ১০:৫৮

হাইতিতে অপহৃত মিশনারিদের জন্য ১৭ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
হাইতিতে অপহৃত মিশনারিদের জন্য ১৭ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি

 পরিবারসহ আমেরিকা ও কানাডার ১৭ মিশনারিকে অপহরণ করে হাইতির একটি অপরাধীচক্র। তাঁদের মুক্তি দিতে ওই অপরাধীচক্র ১ কোটি ৭০ লাখ, অর্থাৎ জনপ্রতি ১০ লাখ মার্কিন ডলার দাবি করেছে। হাইতির এক শীর্ষ সরকারি কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

হাইতির বিচারবিষয়ক মন্ত্রী লিস্ট কুইটেল রয়টার্সকে জানান, গত সপ্তাহের শেষ দিকে রাজধানী পোর্ট অ প্রিন্সের কাছে মিশনারি ও তাঁদের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়। অপহরণের সঙ্গে জড়িত ওই অপরাধীচক্রের নাম ‘৪০০ মাওউজো’। মিশনারিদের মুক্তির ব্যাপারে অপহরণকারীদের সঙ্গে কথাবার্তা চলছে।

মন্ত্রী লিস্ট কুইটেল ওই অপরাধীচক্রের পক্ষ থেকে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা জনপ্রতি ১০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে। এর আগে সর্বপ্রথম অপহরণকারীদের মুক্তিপণ দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

সিএনএন গতকাল মঙ্গলবার জানায়, অপহরণকারীরা সবার আগে গত শনিবার খ্রিষ্টানদের নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন ‘ক্রিশ্চিয়ান এইড মিনিস্টিরিজ’-এ ফোন করে কী পরিমাণ মুক্তিপণ চায়, তা জানায়। মন্ত্রী জানান, অপরাধীচক্রটিকে আলোচনায় বসার পরামর্শ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও হাইতির পুলিশ।

সিএনএনকে ওই মন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে অপহৃত মিশনারিদের সঙ্গে অপহরণকারীদের কয়েকবার ফোনে কথা হয়েছে। 
অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে ১৬ জন আমেরিকান ও ১ জন কানাডার নাগরিক। এর মধ্যে ৬ জন নারী ও ৫টি শিশু রয়েছে। আট মাস বয়সী শিশুও আছে। স্থানীয় সময় শনিবার পোর্ট অ প্রিন্স থেকে আট মাইল দূরে কোইস্ক-ডি-বাকেটস নামে একটি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

 

উপরে