ভারতের দিকে চোখ তুললেই তালেবানের ওপর বিমান হামলা: যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তালেবানদের কারণে অস্থির বোধ করছে পাকিস্তান ও আফগানিস্তান। তালেবান ভারতের দিকে চোখ তুলে তাকালে বিমান হামলা চালানো হবে।
সোমবার (১ নভেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, একটি সামাজিক প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন যোগী। এসময় তার রাজনৈতিক প্রতিপক্ষদেরও আক্রমণ করেন তিনি।
যোগী বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ শক্তিশালী। বাইরের কোনো দেশ ভারতের দিকে চোখ তুলতে সাহস করতে পারে না। তালেবানদের কারণে আজ পাকিস্তান ও আফগানিস্তান অস্থির বোধ করছে। তবে, তালেবান জানে যদি তারা ভারতের দিকে অগ্রসর হয় তাহলে বিমান হামলা প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯