প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১১:০৩

ফিলিস্তিনে দখলদারিত্ব অপছন্দ, তিনবার জেল খাটলেন ইসরায়েলি তরুণী

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনে দখলদারিত্ব অপছন্দ, তিনবার জেল খাটলেন ইসরায়েলি তরুণী

ইসরায়েলি দখলদারিত্ব অপছন্দ হওয়ায় সেনাবাহিনীতে যোগ দেননি শাহার পেরেৎস। এ জন্য তিনবার জেল খাটতে হয়েছে তাঁকে। ইসরায়েলের সেনা আদালত তাঁকে এই শাস্তি দিয়েছেন।

ইসরায়েলের ১৮ বছর বয়স পূর্ণ হলে নারীদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। সেখানে কমপক্ষে দুই বছর তাঁকে সেনাবাহিনীর সদস্য হিসেবে কাজ করতে হয়। তবে এই নিয়ম না মানায় তিনবার জেল খাটতে হয়েছে শাহারকে। নিজের ১৯ তম জন্মদিনও জেলে কাটাতে হয়েছে তাঁকে। এরই মধ্যে ইসরায়েল ছেড়েছেন শাহার। এখন থাকছেন যুক্তরাজ্যে। তাঁর পরিবারও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। 

জানা গেছে, প্রতিবছরই শাহারের মতো অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় জেল খাটেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে শাহার বলেন, গাজা এবং পশ্চিম তীরে লাখ লাখ মানুষের ওপর অত্যাচার চালায় সেনাবাহিনী। কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারে তবে এতে আমার কিছু আসে যায় না। ইসরায়েলি দখলদারিত্ব আমার পছন্দ না।

উপরে