প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২১ ১৬:১১

সামরিক পোশাকে জওয়ানদের সঙ্গে মোদি

অনলাইন ডেস্ক
সামরিক পোশাকে জওয়ানদের সঙ্গে মোদি

সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটাতে কাশ্মীরের নৌসেরায় গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার জম্মুতে নেমে সেখান থেকে রাজৌরির নৌসেরায় যান মোদি। সেখানে নিয়ন্ত্রণরেখায় দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সঙ্গে উৎসবে অংশ নেন তিনি। 

দীপাবলিতে বরাবরই সীমান্তে জওয়ানদের সঙ্গে সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৌসেরায় সেনাঘাঁটিতে তিনি নিষ্ঠাবান জওয়ানদের সম্মান জানান। পাশাপাশি প্রতিরক্ষা খাতে নারীদের ভূমিকা নিয়েও কথা বলেন।

নৌসেরায় সেনার পোশাকেই দেখা যায় মোদিকে। গত তিন সপ্তাহে সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি সেক্টরে ১১ জওয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। 

নারী শক্তির উত্থানের বিষয়টি তুলে ধরতে তিনি বলেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে নারীদের ভূমিকা নতুন উচ্চতায় ছুঁয়ে চলেছে। সেনাবাহিনীতে এখন নারীদের স্থায়ী কমিশন দেওয়া হচ্ছে। শ্রেষ্ঠ সামরিক প্রতিষ্ঠানের দরজাও এখন নারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। 
 
মোদি আরও বলেন, আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের সদস্য হিসেবে দীপাবলি উদযাপন করতে এসেছি।

উপরে