প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৫:৩২

বিমানের জরুরি অবতরণ, অতঃপর পালিয়ে যাওয়ার চেষ্টা!

অনলাইন ডেস্ক

বিমানের জরুরি অবতরণ, অতঃপর পালিয়ে যাওয়ার চেষ্টা!

স্পেনের পালমা দে ম্যালোর্কা বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করা একটি বিমান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া এক ডজন যাত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার (৫ নভেম্বর) বিমানটির একজন যাত্রী অসুস্থ হওয়ায় সেখানে জরুরি অবতরণ করলে যাত্রীরা পালিয়ে যান। এই ঘটনার পর বিমানবন্দরটি কয়েক ঘণ্টা ধরে বন্ধ ছিল।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কাসাব্ল্যাংকা থেকে ইস্তাম্বুলগামী এয়ার এরাবিয়া মারোকের একটি ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হওয়ার পর পালমা দে ম্যালোর্কা বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিমানটি রানওয়েতে অবতরণের পর দরজা খুলে দেয়ার সাথে সাথে ২১ জন যাত্রীর একটি দল দৌঁড়ে পালিয়ে যান।
দেশটির আঞ্চলিক সরকারের মুখপাত্র আইনা ক্যালভো স্পেনে এমন ঘটনা ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। পরে অসুস্থ যাত্রীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।

বিমান কর্মকর্তা আরও বলেন, হাসপাতাল থেকে অসুস্থ যাত্রীর সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। বিমানে মারমুখী আচরণ করায় অপর একজন যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

সূত্র : রয়টার্স।

উপরে