প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১০:৫১

আত্মঘাতী ড্রোন ‘অরাশ’ দিয়ে চমক দেখাল ইরান

অনলাইন ডেস্ক
আত্মঘাতী ড্রোন ‘অরাশ’ দিয়ে চমক দেখাল ইরান

ইরানে চলমান যৌথ সামরিক মহড়ায় আত্মঘাতী ড্রোন 'অরাশ' এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 'অরাশ' ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এটি হামলার পর প্রয়োজনে নিজেকে ধ্বংস করতে সক্ষম।

সোমবার সামরিক মহড়ার মুখপাত্র সাইয়্যেদ মাহমুদ মুসাভি এমনটাই দাবি করেছেন।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়, সোমবার ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে কল্পিত শত্রুর অবস্থানস্থল দখলের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

এর আগে গত সপ্তাহ থেকে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী।

এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার-১৪০০।

 

উপরে