প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১৬:০৪

রাজস্থানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, ১২ জন নিহত

অনলাইন ডেস্ক
রাজস্থানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, ১২ জন নিহত

ভারতের রাজস্থানের বারমের-যোধপুর হাইওয়েতে একটি ট্যাঙ্কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় আগুনে পুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার এ দুর্ঘনা ঘটে। দুর্ঘটনার পর ওই হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। জানা গেছে, দুর্ঘটনার সময়ে অন্তত ২৫ জন ছিলেন বাসটিতে। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাসের এক যাত্রী জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে বালোত্রা থেকে বাসটি ছেড়েছিল। এ সময় সামনে থেকে দিক থেকে আসা একটি ট্যাঙ্কার বাসটিকে ধাক্কা দেয়। এরপর বাসটিতে আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে আগুন এতটাই ভয়াবহ হয় যে কিছুক্ষণের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। 

তবে ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি পাঁচপদর বিধায়ক মদন প্রজাপত, ভারপ্রাপ্ত মন্ত্রী সুখরাম বিষ্ণোই, বিভাগীয় কমিশনার সহ বহু আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধারেরও চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। উদ্ধারের কাজ চলছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে।

উপরে