প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২১:২৩

ওয়ান-ইফরা অ্যাওয়ার্ড পেলেন তিন নারী সম্পাদক

অনলাইন ডেস্ক
ওয়ান-ইফরা অ্যাওয়ার্ড পেলেন তিন নারী সম্পাদক

তিন নারী সম্পাদককে এ বছরের এডিটোরিয়াল লিডারশিপ অ্যাওয়ার্ড দিচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স ওয়ান-ইফরা। সংবাদ কক্ষে দৃষ্টান্তমূলক ভূমিকা এবং নেতৃত্বের মাধ্যমে গণমাধ্যম হিসেবে সমাজে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তারা এই পুরস্কার পাচ্ছেন বলে শুক্রবার ওয়ান-ইফরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালাওয়ির দ্য নেশন অন সানডে পত্রিকার সম্পাদক এডিথ ক্যাম্বালামে, মিয়ানমারের সেভেন ডে ডিজিটাল এর প্রধান সম্পাদক নিয়েন নিয়েন নাইং এবং টমসন রয়টার্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সামিয়া নাখুল ২০২১ সালে ওয়ান-ইফরা পুরস্কার পাচ্ছেন।  

দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আরব অঞ্চলের ২০২১ সালের এডিটোরিয়াল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য তাদের মনোনীত করা হয়েছে বলে  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।       

উইমেন ইন নিউজ (উইন) কর্মসূচির আওতায় সংবাদ প্রকাশক এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এই সংগঠনটি  প্রতি বছর এ পুরস্কার দেয়।

আগামী ২৯ নভেম্বর ওয়ান ইফরা ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস এ উইনের প্যানেলে এবারের পুরস্কারজয়ী তিন সম্পাদক অংশ নেবেন।

২০২২ সালের সেপ্টেম্বরে স্পেনে ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেসে তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

উপরে