মণিপুরে অতর্কিত হামলায় চার ভারতীয় সেনাসহ নিহত ৬

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছে। এই হামলায় আহত দুই সেনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় প্রাণঘাতী এই হামলায় সেনাবাহিনীর একজন কর্নেল, তার স্ত্রী ও এক সন্তানসহ ছয়জন নিহত হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় মণিপুরের মিয়ানমার সীমান্ত লাগোয়া চূড়াচাঁদপুর জেলায় সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কর্নেল, তার স্ত্রী ও এক সন্তানসহ ছয়জন নিহত হয়েছেন।
মণিপুর-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কোনও গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।