প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ২২:১৮

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক
মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে শনিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৬ মাওবাদী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় স্থানীয় সময় শনিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু হয় মহারাষ্ট্র পুলিশের বিশেষ সি-৬০ কমান্ডো দলের। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। 

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, এ পর্যন্ত ২৬ জন মাওবাদীর লাশ আমরা উদ্ধার করতে পেরেছি। এখনও তল্লাশি অভিযান চলছে। 

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মধ্যে মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

এ সময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে নাগপুর নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

গড়চিরৌলি জেলা ছত্রিশগড়ের সীমান্তে অবস্থিত।

উপরে