প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ২৩:০৬

জার্মানিতে করোনার চতুর্থ ঢেউ পূর্ণশক্তি নিয়ে আঘাত করেছে: মের্কেল

অনলাইন ডেস্ক
জার্মানিতে করোনার চতুর্থ ঢেউ পূর্ণশক্তি নিয়ে আঘাত করেছে: মের্কেল

জার্মানির করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি ‘নাটকীয়’ বলে উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। পরিস্থিতি মোকাবিলায় যারা এখনও টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের বুস্টার ডোজ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জার্মান কংগ্রেসের এক বৈঠকে ভার্চুয়ালি বক্তৃতাকালে মের্কেল এসব কথা বলেন।

অ্যাঙ্গেলা মের্কেল বলেন, ‌‘করোনার চতুর্থ ঢেউ জার্মানিতে পূর্ণ শক্তি নিয়ে আঘাত করেছে। দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে, তা আমাদের কল্পনার বাইরে ছিল। প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও ভীতিকর।’

জার্মান চ্যান্সেলর বলেন, ‘যারা টিকা নেয়নি, তারা সন্দেহ ঝেড়ে ফেলে দ্রুত টিকা নিন। কারণ যিনি টিকা নেবেন, তিনি নিজের পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখবেন। করোনায় মৃত্যু কমাতে সবাইকে টিকা নিতেই হবে।’

তিনি বলেন, ‘করোনার বুস্টার ডোজ প্রয়োগের জন্য জাতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাসের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। ফলে বুস্টার ডোজ জরুরি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৫২ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জার্মানিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫১ লাখ ৮ হাজার ৯০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৯৮ হাজার ৬৬০ জন।

করোনাভাইরাস প্রতিষেধক টিকা আবিষ্কারক প্রথম দেশ জার্মানি। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে জার্মানিতে বেশি সংখ্যক মানুষ টিকা পেয়েছেন। দেশটি বেশির ভাগ নাগরিককে করোনা প্রতিষেধক টিকা দিতে সক্ষম হলেও সেখানে করোনার চতুর্থ ঢেউ শক্তিশালীভাবে আঘাত করেছে বলছেন বিশেষজ্ঞরা।

উপরে