প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১ ১৩:০৯

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ১৫

অনলাইন ডেস্ক
সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত ১৫

চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আফ্রিকার দেশ সুদানে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামরিক অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। এর ধারাবাহিকতায় বুধবার রাজধানীতে মিছিল করে বিক্ষুব্ধরা।

এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। তবে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সামরিক অভ্যুত্থানবিরোধীরা।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। 

উপরে