প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪১

মেহবুবা মুফতি আবারও গৃহবন্দী

অনলাইন ডেস্ক
মেহবুবা মুফতি আবারও গৃহবন্দী

শ্রীনগরের হায়দরপোরা হত্যাকাণ্ড নিয়ে সরব হওয়ার পর জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেহবুবা নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তার দলের দুই নেতা সুহেল বুখারি ও নাজমু সাকিবকে গ্রেফতার করা হয়েছে।

মেহবুবা টুইটের সঙ্গে তার বাড়ির বাইরের ছবিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে তালাবদ্ধ সদরের বাইরে পুলিশের গাড়ি দাঁড় করানো রয়েছে। মেহবুবার গৃহবন্দিত্ব নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।

তবে যে ঘটনার প্রতিবাদে মেহবুবা মুখর, সেই হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, হায়দরপোরার পুলিশি সংঘর্ষের ঘটনা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে। তদন্ত হবে নিরপেক্ষ। ন্যায়বিচার হবে। কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পাবে।
উল্লেখ্য, অক্টোবর মাস থেকে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। মোকাবিলায় অতিরিক্ত ৫ হাজার আধা সামরিক বাহিনী উপত্যকায় মোতায়েন করা হয়েছে। 

সূত্র : এনডিটিভির।

উপরে