প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১ ১৬:৩৩

ইথিওপিয়া থেকে নাগরিকদের ফিরতে বলল তুরস্ক

অনলাইন ডেস্ক
ইথিওপিয়া থেকে নাগরিকদের ফিরতে বলল তুরস্ক

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অবস্থানরত তুরস্কের নাগরিকদের দেশে ফিরে যেতে বলল আদ্দিস আবাবায় অবস্থিত তুর্কি দূতাবাস।

 

সোমবার নাগরিকদের নিরাপত্তায় এ পরামর্শ দিয়েছে তুর্কি দূতাবাস। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

সম্প্রতি আফ্রিকার দেশ ইথিওপিয়ায় তাইগ্রে পিপল লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ও সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বেড়ে গেছে।

টুইটারে তুর্কি দূতাবাস বিবৃতিতে লিখেছে, ইথিওপিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে যে সব তুর্কি নাগরিক এ দেশে রয়েছেন তাদের তুরস্কে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

২ নভেম্বর ইথিওপিয়ার সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে। টিপিএলএফ-এর হামলা ও অগ্রযাত্রার কারণে সরকার এ পদক্ষেপ নেয়।

ইথিওপিয়ার উত্তর অংশে প্রায় বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলে আসছে। এ সংঘাতের কারণে ২৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন এই অঞ্চলের ৫০ লাখের মতো মানুষ।

উপরে