হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে চাই।
সোমবার সকালে এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, আজ ৬ ডিসেম্বর ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ করি এবং উদযাপন করছি।
এদিকে বাংলাদেশ এবং ভারত আজ মৈত্রী দিবসের উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই সেই ঐতিহাসিক দিন যখন ভারত দ্বিতীয় দেশ হিসেবে ১৯৭১ সালে ভুটানের পর বাংলাদেশকে একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দিনটিকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব দিবস (মৈত্রী দিবস) হিসেবে মনোনীত করেন।
বাংলাদেশ ও ভারতে দু’দেশের নিজ নিজ কূটনৈতিক মিশন এই উদযাপন করছে।