হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় ৭ অভিবাসী নিহত

হাঙ্গেরিতে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হয়ে অন্তত সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সার্বিয়ান সীমান্তের কাছে মোরাহালোম গ্রামে পুলিশ গাড়িগুলো পরীক্ষা করছে- এমন দৃশ্য দেখে চালক দ্রুতগতিতে তাদের এড়াতে চেষ্টা করে, এবং সেটি করতে গিয়ে একটি বাড়িতে আঘাত হেনে বিধ্বস্ত হয়।
পুলিশ মঙ্গলবার হাঙ্গেরির একটি সংবাদ সংস্থা এমটিআইকে এ তথ্য জানায়। গাড়িটি ১০ জন অভিবাসীকে নিয়ে সেজেড শহরের দিকে যাচ্ছিল। পথে এটি একটি বাড়িতে বিধ্বস্ত হয়। গাড়িটি সার্বিয়ান লাইসেন্স প্লেটের ছিল।
পুলিশ বলছে, গাড়িটির চালকও আহত হন। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানবপাচার এবং একটি মারাত্মক গণদুর্ঘটনার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
পশ্চিম ইউরোপের করিডোর
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত মাসে বলেছিলেন, অভিবাসীদের পশ্চিম ইউরোপে যাওয়ার জন্য তারা একটি করিডোর খুলতে প্রস্তুত। তিনি বলেন, হাঙ্গেরি এ বিষয়ে তার অবস্থান পরিবর্তন করবে না এবং অভিবাসীদের জন্য অস্ট্রিয়া, জার্মানি এমনকি সুইডেনে যাওয়ার জন্য একটি করিডোর খুলতে প্রস্তুত।
অরবান বলেন, বুদাপেস্ট অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ২০১৫ সালে তার সীমানায় বেড়া দিয়েছিল এবং গ্রিস, বুলগেরিয়া, স্পেন, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড সেটি অনুসরণ করে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অভিবাসন বাড়ছে এবং ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯২ হাজার অবৈধ অনুপ্রবেশকারীর সীমান্তে প্রবেশ রোধ করা হয়েছে। তিনি বলেন, ২০২০ সালে একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ২১ হাজার।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড