অস্ট্রেলিয়ায় স্কুলে 'বাউন্সি ক্যাসল' দুর্ঘটনায় নিহত ৪

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বাতাসে উড়ে যাওয়া একটি বাউন্সি ক্যাসল থেকে পড়ে গিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এর আগে দুই শিশু নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছি।। এ ঘটনায় আরো পাঁচজন শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। খবর বিবিসির।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১০ মিটার উঁচু থেকে ৯জন শিশু পড়ে যায়। তারা গুরুতর আহত হয়েছে। তাসমানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ডেভেনপোর্ট এলাকার হিলক্রেস্ট প্রাইমারি স্কুলে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওই স্কুলের বিনোদনের দিনে এ ঘটনা ঘটল। পুলিশ বলছে, দমকা বাতাসের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। শিশুরা প্রায় ৩২ ফুট উচ্চতা থেকে পড়ে গেছে। কর্তৃপক্ষ এখনো আহত ও নিহতদের বয়স জানায়নি। তবে তারা পঞ্চম-ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বয়স ১০-১২ বছরের মধ্যে।
তাসমানিয়ার পুলিশ কমান্ডার ডেবি উইলিয়ামস ঘটনাটিকে কষ্টদায়ক বলে বর্ণনা করেছেন। ওই স্কুলের বাইরে সাংবাদিকদের তিনি বলেছেন, মনে হচ্ছে একটি দমকা হাওয়া বাউন্সি ক্যাসলটিকে বাতাসে উড়িয়ে দিয়েছে।
স্কুলে হৃদয়বিদারক ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অচিন্তনীয় হৃদয়বিদারক ঘটনা এটি। এ ঘটনায় বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে পুলিশ।
সূত্র : বিবিসি।