চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আফগানিস্তান

চলতি শীত মৌসুমের পর আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ চরম খাদ্য সংকটে বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে এক সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচী।
বিশ্ব খাদ্য কর্মসূচীর মুখপাত্র থমাস ফিরি বলেন, আফগান অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে। মুদ্রার মান কমে যাওয়ায় নাগরিকদের ক্ষুধা নিবারণ কঠিন হয়ে উঠছে।
সংস্থাটি বলছে, পাঁচ বছরের কম বয়সী সব শিশু এই শীত মৌসুমে ভয়ানক অপুষ্টিতে ভুগতে পারে। এ বছর ইতিমধ্যে অপুষ্টিতে ভোগা প্রায় এক মিলিয়ন শিশুকে পুষ্টির চিকিৎসা এবং পুষ্টি প্রতিরোধের আওতায় আনা হয়েছে। পাঁচ লক্ষ গর্ভবতী নারী এবং সেবিকার সহায়তা দেয়া হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচী আরও বলেছে, আগামী বছর ২৩ মিলিয়ন আফগান নাগরিকের জন্যে জীবন রক্ষাকারী সহায়তা বাবদ প্রতি মাসে ২২০ মিলিয়ন ডলার অর্থাৎ সর্বমোট ২.৬ বিলিয়ন ডলার জরুরিভাবে প্রয়োজন।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯