খাঁচা থেকে পালালো নেকড়ের দল

ফ্রান্সের একটি চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে নয়টি নেকড়ের একটি দল। এ ঘটনার পরপরই সাময়িকভাবে চিড়িয়াখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
জানা গেছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ট্রয়ে ভ্যালে মন্ট্রেডন-ল্যাবসোনির ওই চিড়িয়াখানায় গত সপ্তাহে এ ঘটনাটি ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। নেকড়েগুলো প্রথমে একটি নিরাপত্তাবেষ্টনী নষ্ট করে ফেলে। এরপর দেয়াল বেয়ে খাঁচা থেকে বেরিয়ে পড়ে। তবে চিড়িয়াখানার এলাকার মধ্যে থাকে তারা।
এ ঘটনার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়। ফ্যাবিয়েন শলেট নামে চিড়িয়াখানার এক কর্মকর্তা এএফপিকে জানান, বিপজ্জনক আচরণের জন্য চারটি নেকড়েকে গুলি করে মারা হয়েছে। বাকী পাঁচটি কাছাকাছি ফিরলে তাদের চেতনানাশক দিয়ে পুনরায় খাঁচাবন্দি করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় চিড়িয়াখানার ভেতরে বেশি লোক ছিলেন না এবং কেউ বিপদের মধ্যে পড়েননি। কিন্তু চিড়িয়াখানার ভেতরে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি বন্ধ রাখা দরকার বলেও জানান তিনি।
চিড়িয়াখানাটির প্রধান সভের ফেরারা এএফপিকে জানান, দ্রুত তাদের উদ্ধার করতে পারায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এদিকে, কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জরুরি কাজের জন্য এটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে।
৬০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কটিতে সিংহ, বানরসহ ছয়শর বেশি প্রাণী রয়েছে। চিড়িয়াখানাটি বন্ধ করার ঘোষণা এবারই প্রথম নয়। গত অক্টোবরে ফ্রান্সের ইকোলজিক্যাল ট্রানজিশন মন্ত্রী বারবারা পম্পিলি প্রাণীদের কল্যাণ এবং কর্মীদের নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে চিড়িয়াখানাটিকে বন্ধ করার নির্দেশনা দিয়েছিলেন। তবে কিছুদিন পর দেশটির একটি আদালত এ সিদ্ধান্ত বাতিল করে, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে প্রাণী রাখার আবারও অনুমতি দেয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন