দুবাইয়ে বর্ষবরণে মাস্ক না পরলে গুনতে হবে ৭২ হাজার টাকা জরিমানা

আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হবে। এ সময় বাইরে যারা মাস্ক পরবেন না তাদের জরিমানা করা হবে।
আমিরাতের সর্বোচ্চ কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারে নতুন এই নিয়ম অনুযায়ী, উৎসবে মাস্ক না পরলে গুনতে হবে ৩ হাজার দিরহাম জরিমানা। বাংলা টাকায় যার পরিমাণ ৭২ হাজার টাকা।
এদিকে করোনা থেকে পরিবারের প্রতিটি সদস্যকে এবং অন্যদের রক্ষার জন্য মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব পালনসহ প্রতিরোধমূলক নির্দেশিকাগুলো কঠোরভাবে পালনে আহ্বান জানান দুবাইয়ের সুপ্রিম কমিটি ও ক্রাইসিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা চেয়ারপার্সন শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
সূত্র : আল জাজিরা
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯