প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ০০:০১

ইরানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ইরানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইরানে অন্তত আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জাতীয় উদ্ধারকারী পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি বলেন, দেশের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের বন্যা ও বৃষ্টির পর হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত আটজন মারা গেছেন এবং দুইজন  নিখোঁজ রয়েছেন। আকস্মিক এ বন্যায় ১৪ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। 

স্থানীয় ক্রাইসিস ম্যানেজমেন্ট কর্মকর্তা রহিম আজাদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃতদের মধ্যে ফার্স প্রদেশের পাঁচজন রয়েছেন।  

এই কর্মকর্তা বলেন,  ভারি  বৃষ্টিতে 'কৃষি, অবকাঠামো, শহর ও গ্রামীণ আবাসন' ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট ৩ হাজারেরও বেশি মানুষের  জন্য জরুরি আবাসন ব্যবসা করেছে। 

উপরে