প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৬:৪৫

ভারতে সাত মাস পর রেকর্ড সংক্রমণ

অনলাইন ডেস্ক
ভারতে সাত মাস পর রেকর্ড সংক্রমণ

ভারতে আজ শুক্রবার এক লাখ ১৭ হাজার ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত বছরের জুন মাসের শুরুর দিকের পর এটি সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ওমিক্রন ধরন ব্যাপকহারে ছড়িয়ে যাচ্ছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ৩০২ জন করোনায় মারা গেছেন। ফলে সে দেশে করোনায় মৃতের সংখ্যা চার লাখ ৮৩ হাজার ১৭৮ জনে ঠেকেছে।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে তিন কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৮৪৫ জন।

সে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত হিসেবে রয়েছে তিন লাখ ৭১ হাজার ৩৬৩ জন। জানা গেছে, এর আগের দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন।
সূত্র: রয়টার্স।

উপরে