প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:৫২

চীনে করোনা সংক্রমণ বাড়ছে, লকডাউনে ৫০ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
চীনে করোনা সংক্রমণ বাড়ছে, লকডাউনে ৫০ লাখ মানুষ

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটির মধ্যাঞ্চলীয় অ্যানিয়াং শহরে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ লকডাউনের আওতায় রয়েছেন। তাদেরকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

এর আগে ডিসেম্বরে চীনের জিয়ান শহরে লকডাউন জারি করা হয়। এতে শহরটির ১ কোটি ৩০ লাখ মানুষ গৃহবন্দী হয়ে পড়েন।

চীনে সোমবার ৩ হাজার ৪০৪ জনের করোনা শনাক্ত হয়।

পুরো মহামারি পর্বে দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটি প্রাণ কেড়ে নিয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।

উপরে