প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ১৪:৫৭

পাকিস্তান তালেবানের নেতা খালিদ বাল্টি বন্দুকযুদ্ধে নিহত

অনলাইন ডেস্ক
পাকিস্তান তালেবানের নেতা খালিদ বাল্টি বন্দুকযুদ্ধে নিহত

পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান টিটিপির জ্যেষ্ঠ নেতা খালিদ বাল্টি নিহত হয়েছেন। মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে অজ্ঞাত বন্দুক যুদ্ধে তিনি নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা।

এক বিবৃতিতে পাকিস্তান তালেবান জানায় বাল্টি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তবে বর্তমানে খালিদ বাল্টি টিটিপির কোনো প্রকার দায়িত্বে ছিল না বলেও জানায় সংগঠনটি। ২০১৪ সালে টিটিপির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন বাল্টি।

সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী টিটিপির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করলে অনেক টিটিপি নেতাকর্মী হতাহত হয়, অনেকে আফগানিস্তানে পালিয়ে যান।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত ব্যক্তি খালিদ বাল্টি এটা নিশ্চিত। তবে কিভাবে নিহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আমরা এই তথ্য জানার চেষ্টা করছি।

খবর থেকে জানা যায়, তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির মুখপাত্রের দায়িত্ব পালন করার সময় খালিদ বাল্টি ‘মোহাম্মদ খোরাসানি’ নাম ধারণ করেন।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টিটিপি নেতা বাল্টি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তবে এতে পাকিস্তান নিরাপত্তাবাহিনীর কোনো হাত রয়েছে কিনা সেটা জানা যায়নি। এ ছাড়া গণমাধ্যমগুলো কোন সোর্স থেকে তথ্য পেয়েছে সেটাও নিশ্চিত করতে পারেননি।

খালিদ বাল্টি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে জন্মগ্রহণে করেন। ৪০-এর শেষের কোঠায় বয়সী এই টিটিপি নেতা ২০১৪ সালে সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। এই বছর পাকিস্তান সেনাবাহিনী টিটিপির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এতে অধিকাংশ টিটিপি নেতাকর্মী আফগানিস্তানে পালিয়ে যান।

গত ৯ নভেম্বর পাকিস্তান সরকার তেহরিক-ই তালেবানের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করে। কিন্তু পাক সরকার টিটিপির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি দাবি করে অস্ত্রবিরতি চুক্তি থেকে গত ১০ ডিসেম্বর সরে আসে। এর একদিন পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাঙ্ক জেলায় পাকিস্তানে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে টিটিপি।

উপরে