প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ১১:০৩

ইউক্রেনে হামলার অজুহাত বানাতে চক্রান্তে রাশিয়া

অনলাইন ডেস্ক
ইউক্রেনে হামলার অজুহাত বানাতে চক্রান্তে রাশিয়া

ইউক্রেনে অভিযানের পথ তৈরিতে রাশিয়া সাজানো হামলার পরিকল্পনা বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউক্রেনে একদল প্রশিক্ষিত বাহিনী তৈরি রেখেছে রাশিয়া। যাদের কাজ হবে ইউক্রেনে রুশভাষীদের ওপর একটি হামলার নাটক করা। এরপর ওই ‘হামলা’র অজুহাত দেখিয়েই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পুতিনের বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি।

শুক্রবার এমনই একটি বিবৃতি দিয়েছিলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারাও বলেছিলো, রাশিয়ার স্পেশাল সার্ভিস-এর একটি দল ইউক্রেনকে ফাঁসাতে রুশ সেনাদের উসকে দেয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবারও দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন এক গোয়েন্দা প্রতিবেদনের ইঙ্গিত দিয়েছিলেন।

সুলিভান সেদিন বলেছিলেন, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে যে রাশিয়া একটি আগ্রাসন পরিচালনার ভিত্তি রচনা করছে। এ খেলা আমরা ২০১৪ সালেও দেখেছি।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে নিশ্চিত কোনও প্রমাণ কেউ দেখাতে পারেনি।

উপরে