পেগাসাস নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি

পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে বিজেপি। বিরোধী নেতারা একসাথে মুখ খুলে সরকারকে কোণঠাঁসা করার চেষ্টা করলেও মুখ খোলেন নি কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতামন্ত্রীরাসহ বিজেপির শীর্ষ নেতারা।
সব মিলিয়ে শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং টুইট করেছেন, 'নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়।'
নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ২০১৭ সালেই ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত। এইখান থেকেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদলগুলো এক হয়ে ফের সমালোচনায় নেমেছে। সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে বিরোধীরা ফের ঝড় তোলার আশঙ্কার পাশাপাশি, সুপ্রিম কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ করছে বিরোধীরা।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরচলাকালীন ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি।
শুধু কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এক টুইটে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন নিয়ে সন্দেহপ্রকাশ করে বলেছেন,”নিউ ইয়র্ক টাইমস তো সুপারি মিডিয়া। ওদের কি বিশ্বাস করা যায়?”
দেশের প্রাক্তন কূটনীতিবিদ তথা জাতিসংঘের ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনও এই টুইটের পক্ষেই তাল মিলিয়েছেন। তিনি বলেন, 'পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা বড়সড় ভুল এবং বিশ্বাসযোগ্য নয়।'
এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশ করা নতুন এই রিপোর্টের ভিত্তিতে পেগাসাস মামলায় নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সুপারিশ করেছেন আইনজীবী এমএল শর্মা।