চীনাদের নববর্ষ উদযাপন শুরু, এবার বাঘের বছর

চীনাদের চন্দ্র নববর্ষ উদযাপন শুরু হয়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ চীনা লুনার নিউ ইয়ার বা চন্দ্র নববর্ষ উদযাপন শুরু করেছে।
এবার লুনার নিউ ইয়ারের প্রথম দিন পড়েছে ১ ফেব্রুয়ারি। গতকাল ৩১ জানুয়ারি রাত থেকে উদযাপন শুরু করেছে চীনারা।
প্রতি বছর একই তারিখে চীনা চন্দ্র নববর্ষ শুরু হয় না। সাধারণত ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে নববর্ষ শুরু হয়। লুনার নিউ ইয়ারের আয়োজন চলে দুই সপ্তাহ ধরে।
চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয়, চন্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার কোনো না কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত।
রাশিচক্রের ১২ টি প্রাণীর মধ্যে একটির সঙ্গে যুক্ত হয় প্রতি বছর। এই ১২টি প্রাণী হলো - ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর।
জানা গেছে, গত বছর ছিল ষাঁড় বা বলদের বছর। আর এ বছর শুরু হচ্ছে বাঘের বছর।
সে অনুসারেই বিশ্বব্যাপী চীনারা উৎসব আয়োজন করছেন। চীন ছাড়াও হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও জাপানে লুনার নিউ ইয়ার উদযাপনের খবর পাওয়া গেছে।
সূত্র: বিবিসি।