রাশিয়াকে যুদ্ধে টেনে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধে টেনে নিতে চাইছে যুক্তরাষ্ট্র। বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সরাসরি এ নিয়ে কথা বললেন পুতিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো সংঘাতকে কাজে লাগিয়ে রাশিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা।
পুতিন বলেন, ইউরোপে ন্যাটোর জোট নিয়ে রাশিয়ার উদ্বেগের বিষয়টিও উপেক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র।
এর আগে ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের বিষয়টি উত্থাপন করে যুক্তরাষ্ট্র।
গত বছরের শেষদিকে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মনে করে, ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থোমাস-গ্রিনফিল্ড বলেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সেনা সমাবেশ দেখছে ইউরোপ।
এর জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অহেতুক ভয় পাওয়ার অভিযোগ তুলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের অভিযোগ’ তুলেন।
ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।
এ পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছে পুরো ইউরোপ। কারণ, ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ রাশিয়া। রাশিয়ার পাইপলাইন দিয়ে ইউক্রেন হয়ে সে গ্যাস ইউরোপে গেছে।
যুদ্ধ বাধলে সেই গ্যাসলাইন বন্ধ করে দিতে পারে রাশিয়া। এতে চরম গ্যাস সংকটে পড়বে ইউরোপ।