বিতর্কের জেরে লন্ডন পুলিশ প্রধানের ইস্তফা

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর ইস্তফা দিয়েছেন কমিশনার ডেম ক্রেসিডা ডিক।
লন্ডনের প্রথম নারী কমিশনার ডিক জানিয়েছেন, লন্ডনের মেয়র সাদিক খানের সমর্থন হারানোর পর তার ইস্তফা দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ মেয়র আর পুলিশ কমিশনারের উপর আস্থা রাখতে পারছেন না
পুলিশ ওয়াচডগ মেট্রোপলিটন পুলিশের মধ্যে ‘অসম্মানজনক’ দুর্ব্যবহার, বৈষম্য এবং যৌন হয়রানির অভিযোগ পেয়েছে।
এছাড়াও মেট্রোপলিটন পুলিশের একজন বর্তমান সদস্যের বিরুদ্ধে এক নারীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। তারপরই ডিক ইস্তফা দিলেন।
ডিক পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ পর্যন্ত দায়িত্ব থাকতে পারতেন। লন্ডনের মেয়র সাদিকের এই মন্তব্যের পরই তিনি বলেছেন, ‘আমি খুব দুঃখের সঙ্গে এই ঘোষণা করছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, আমার ওপর মেয়রের আর কোনো আস্থা নেই।’
তবে পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা আগে আগে বিবিসিকে জানিয়েছিলেন, পদত্যাগ করার একদম কোন ইচ্ছা নেই তার। সেই সঙ্গে পুলিশ ওয়াচডগের অনুসন্ধানের বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন।
ডেম ক্রেসিডা ডিক ২০১৭ সাল থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমিশনার দায়িত্ব পালন করছেন।
লন্ডনের পুলিশ এখন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে। অভিযোগ উঠেছে, করোনাকালে জনসন বিধি ভেঙে একের পর এক পার্টি করেছেন। এই গুরুত্বপূর্ণ তদন্ত যখন চলছে, তখন ডিকের ইস্তফা বেশ আলোচনার জন্ম দেবে।
এর আগে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে মেয়র জানিয়েছেন, পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছিলাম। পুলিশ বাহিনীতে বর্ণবাদ, যৌন কেলেঙ্কারি, হোমোফোবিয়া, বৈষম্য, নারীবিদ্বেষ বন্ধ করতে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু কমিশনারের বক্তব্যে তিনি সন্তুষ্টু না। লন্ডনবাসীর আস্থা ফেরাতে গেলে নতুন কাউকে দরকার।
এদিকে সরে দাঁড়ানোর পর লন্ডন মেয়র পুলিশে ৪০ বছরের ক্যারিয়ারের জন্য কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন।