জাপানের নিখোঁজ হওয়া সেই যুদ্ধবিমানের পাইলটের মরদেহ উদ্ধার

গত দুই সপ্তাহ আগে জাপানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রাডার থেকে নিখোঁজ হয়ে যায় একটি যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানের এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরেক পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার জাপানের বিমানবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত ৩১ জানুয়ারি জাপানের এফ-১৫ বিমানটি উড্ডয়নের পরে কোমাতসু কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
জাপানের বিমানবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, জাপান সাগরের অদূরে মধ্য ইশিকাওয়া অঞ্চলের কোমাতসু বিমানঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়।
জাপান বিমানবাহিনীতে দুর্ঘটনার ঘটনা খুব বিরল। ২০১৯ সালে পাইলটের ভুলের কারণে জাপানে এফ-৩৫এ বিমানটি বিধ্বস্ত হয়।
সূত্র : এএফপি
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯