গবেষণাগারে প্রাণী হত্যা বন্ধের বিপক্ষে সুইজারল্যান্ড

ইঁদুর, গিনিপিগ বা অন্য প্রাণীদের উপরে ল্যাবে পরীক্ষা করা বন্ধ হোক বিক্ষোভকারীদেরে এমন দাবিতে এর বিপক্ষে ভোট করেছে সুইজারল্যান্ড। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও বিক্ষোভ চলছে দেশটিতে।
সম্প্রতি বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। পরে ভোট করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। সুইজারল্যান্ডের গণতন্ত্রে সকলেরই অধিকার আছে। ভোটে বিক্ষোভকারীদের বিপক্ষে রয়েছে দেশের নামজাদা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। রোশে, নোভারটিসের মতো আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির বক্তব্য, নতুন ওষুধ তৈরিতে এই গবেষণা আবশ্যিক।
এর প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভকারীরা জানায়, তারা যদি ভোটে জিতে যান, সেক্ষেত্রে সুইজারল্যান্ডই প্রথম দেশ হবে, যেখানে ল্যাবে প্রাণীর ব্যবহার নিষিদ্ধ হবে।
যদিও ভোটের আগে একটি প্রাক-নির্বাচনী জনমত সমীক্ষায় দেখা গিয়েছে ৬৮% মানুষ গবেষণাগারে পরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করার উপরে নিষেধাজ্ঞা চাপানোর বিরুদ্ধে। অর্থাৎ, ভোটে হয়তো জিতবে ওষুধ-সংস্থাগুলিই।
ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি বলছে, যে কোনও ওষুধ, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মানুষের দেহে পরীক্ষামূলক প্রয়োগের আগে প্রাণীদের শরীরে পরীক্ষা হয়। যা নিয়ে বিশ্বে এত হইচই, সেই কোভিড টিকার ক্ষেত্রেও তা-ই হয়েছে। এটি বিশ্বের সব দেশে প্রযোজ্য।
বিক্ষোভকারীদের বক্তব্য, শুধুমাত্র সুইজারল্যান্ডে ২০২০ সালে গবেষণাগারে পরীক্ষার জন্য ৫ লাখের বেশি প্রাণীর মৃত্যু হয়েছে। তাদের দাবি, প্রাণীদের এভাবে ব্যবহার করা অনৈতিক ও অপ্রয়োজনীয়।
সূত্র: আনন্দবাজার