বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ইউক্রেনে একাধিক বিস্ফোরণের শব্দ

পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে শনিবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এরইমধ্যে দোনেস্ক এলাকার রুশপন্থী বিদ্রোহী সরকারের প্রধান ডেনিস পুশিলিন শনিবার এক বিবৃতিতে সব (বিদ্রোহী) সেনাদের প্রকাশ্যে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনে সক্রিয়তা বেড়েছে রুশপন্থী বিদ্রোহীদের। এ বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর এ সংঘাতের কারণে যুদ্ধের শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা দাবি করে, ইউক্রেনে হামলা চালাতে এ সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি।
অবশ্য ইউক্রেনে কোনো ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। তারা বলছে, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল।