ইউক্রেন সংলগ্ন রুশ ঘাঁটিতে সারি সারি যুদ্ধবিমান

নতুন এক স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ঘাঁটিতে সারি সারি যুদ্ধবিমান সাজানো অবস্থায় ধরা পড়েছে।
রাশিয়া বলে আসছে, ইউক্রেন সীমান্ত থেকে তারা সেনা সরিয়ে নিচ্ছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সারের তোলা ছবিতে দেখা গেলো অন্য এক চিত্র।
রাশিয়া কি তাহলে ইউক্রেন সীমান্তের কাছে যুদ্ধবিমানও মোতায়েন করছে? এরইমধ্যে আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে একটি সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করেছেন।
আগামী সপ্তাহ অথবা কয়েক দিনের মধ্যে এ হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবিতে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার পাঁচটি অঞ্চলের গত কয়েকদিনের পরিস্থিতি দৃশ্যমান হয়।
ছবিতে দেখা যায়, ইউক্রেনের কাছে কৌশলগত কিছু স্থানে বিপুল সংখ্যক সামরিক সরঞ্জামও মোতায়েন করেছে রাশিয়া।
ম্যাক্সারের নতুন স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে- এমন শঙ্কার মধ্যে বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে রাশিয়া তাদের কার্যক্রম বাড়িয়েছে।
মস্কো ইউক্রেনে হামলা চালানোর কোনো ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। তবে তারা এটা নিশ্চিত করতে চায় যে, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন।
এর আগে ২০১৪ সালে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। ইউক্রেনের একাংশেই সক্রিয় রয়েছে বেশ কয়েকটি রুশপন্থী সশস্ত্র গ্রুপ।