পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বাস যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসী হামলা আগামী দিনগুলোতে ঘটতে পারে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে বাইডেন বলেন, রুশ সেনা সদস্যরা বর্তমানে ইউক্রেনের চারপাশে অবস্থান নিয়েছেন।
ওয়াশিংটন মনে করে, মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যে পরিণত করবে।
বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের এটা বিশ্বাস করার কারণ আছে যে, রুশ বাহিনী আগামী সপ্তাহে হামলায় আগ্রহী এবং এ নিয়ে পরিকল্পনা করছে।’
তিনি বলেন, ‘যদি রাশিয়া তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে তারা বিপর্যয়কর ও অপ্রয়োজনীয় যুদ্ধ বেছে নেয়ার জন্য দায়ী হবে।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ন্যাটো সীমানার ভেতরে থাকা প্রতি ইঞ্চি জায়গার সুরক্ষা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা দাবি করে, ইউক্রেনে হামলা চালাতে এ সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি।
অবশ্য ইউক্রেনে কোনো ধরনের হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। তারা বলছে, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল।