মার্কিন অর্থায়নের প্রতিবাদে নেপালে বিক্ষোভ

নেপালে মার্কিন অর্থায়ন বিষয়ক একটি বিল পাসের উদ্যোগের প্রতিবাদে আজ রবিবার রাজধানী কাঠমাণ্ডুতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নেপাল সরকার অবকাঠামো নির্মাণের জন্য ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন চুক্তিতে স্বাক্ষর করে।
তখন থেকে এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈরিতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে নিয়ে এসেছে। ওই চুক্তির আওতায় একটি প্রকল্পে ৫০ কোটি ডলারের বেশি মার্কিন অর্থায়নের পরিকল্পনা চলছে।
পার্লামেন্টে এ সংক্রান্ত বিলের উদ্যোগের প্রতিবাদে আজ কাঠমণ্ডুতে পার্লামেন্টের সামনে রাস্তায় বিক্ষোভ ডাকা হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, এই অর্থায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হবে।
নেপালি কংগ্রেসের নেতৃত্বের জোট সরকারের অংশীদার বামপন্থী মাওবাদীরাই মূলত প্রশ্ন তুলেছে এই অর্থায়ন নিয়ে। বলা হচ্ছে, চীনের সঙ্গে মাওবাদীদের ঐতিহ্যগত সম্পর্কের কারণে তারা এর প্রতিবাদ করছে। চুক্তিটি অনুমোদিত হতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে।
বড় ধরনের আর্থিক সহায়তা দিতে ও দারিদ্র্য কমাতে মার্কিন কংগ্রেস ২০০৪ সালে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন প্রতিষ্ঠা করে। সূত্র: বিবিসি