মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে চীন-রাশিয়া-সার্বিয়া: জাতিসংঘ

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও সদস্য রাষ্ট্র হওয়া সত্বেও চীন, রাশিয়া এবং সার্বিয়া মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারকে এমন ধরনের অস্ত্র সরবরাহ করছে যা তার নাগরিকদের ওপর সন্ত্রাসে ব্যবহৃত হচ্ছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ্য করেন।
জেনেভা থেকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
টম অ্যান্ড্রুস তার প্রতিবেদনে জানান, নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাষ্ট্র যারা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পরও অস্ত্র দিয়ে যাচ্ছে। এ অস্ত্র মিয়ানমার জান্তা সরকার নিজ দেশের বেসামরিক সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করছে। তিনি অস্ত্র রফতানিকারক দেশগুলোকে অবিলম্বে তাদের অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য আহ্বান করেছেন এবং মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছেন।
অ্যান্ড্রুজ বলেন, জান্তার নৃশংসতামূলক অপরাধ বন্ধ করা যাবে যদি তাদের অস্ত্রের সরবরাহ বন্ধ করা হয়। বিশ্ব যত বিলম্ব করবে, মিয়ানমারে শিশুসহ নিরীহ মানুষ তত বেশি মারা যাবে।
তিনি বলেন, মিয়ানমারের জনগণ জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ করছে। গত বছর অভ্যুত্থান শুরু করার পর থেকে সামরিক জান্তার নৃশংস অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা রাশিয়া এবং চীন মিয়ানমারের সামরিক জান্তাকে অসংখ্য যুদ্ধবিমান, সাঁজোয়া যান এবং আরও অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে। এই একই সময়ের মধ্যে, সার্বিয়া মিয়ানমারের সামরিক বাহিনীতে রকেট ও আর্টিলারি রপ্তানির অনুমোদন দিয়েছে।
গত জুনে সাধারণ পরিষদ মিয়ানমারে অস্ত্রের প্রবাহ ঠেকাতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এটি মিয়ানমারের জনগণ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো দ্বারা স্বাগত জানিয়েছিল।
নিরাপত্তা পরিষদের অন্ততপক্ষে, মিয়ানমারের সামরিক বাহিনী নিরীহ মানুষকে হত্যার জন্য ব্যবহার করা অস্ত্র নিষিদ্ধ করার একটি প্রস্তাব বিবেচনা করা উচিত। যদি এই ধরনের সামরিক অস্ত্র দেওয়া বন্ধ করা হয়, তাহলে মিয়ানমারের জনগণকে আক্রমণ এবং সন্ত্রাস করার ক্ষমতা জান্তার পক্ষে হ্রাস পাবে।