ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স

রাশিয়ার আক্রমণের মধ্যেই ইউক্রেনে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স। সামরিক সরঞ্জামগুলো ইউক্রেনের পথে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক টুইটে জানিয়েছেন, শনিবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। কূটনৈতিক অগ্রযাত্রায় নতুন দিনের সূচনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ভোলোদিমির জেলেনস্কি আরো বলেছেন, যুদ্ধবিরোধী জোট কাজ করছে।
আজ শনিবারই ম্যাখোঁ একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।
সূত্র : বিবিসি।