আমরা তাদের থামিয়ে দিয়েছি: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের (রাশিয়ার সেনাদের) থামিয়ে দিয়েছি।’ তিনি দেশের নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাতে ভিডিও বার্তায় এসব কথা বলেন। তাঁর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে ভয়ংকর সব প্রতিক্রিয়া পাবে। আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।’ তাঁর দাবি এখন পর্যন্ত তাঁরা রাশিয়ার ৯ হাজার সেনাকে হত্যা করেছেন।
গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। এ সংঘাতে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া।