ইউক্রেনে আটকে পড়া ১১ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে এসেছে
.jpg)
ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে আটকে পড়া ১১ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানিয়েছেন।–বিজনেস স্ট্যান্ডার্ড
মন্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেন থেকে সরিয়ে আনা ১৭০ জন ভারতীয় নাগরিককে রিসিভ করার সময় একথা বলেন। টুইটারে মুরালীধরন বলেন, অপারেশন গঙ্গা পুরোদমে চলছে, এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ নতুন দিল্লি বিমানবন্দরে ১৭০ ভারতীয়দের একটি দল পেয়ে আমরা খুশি,যাদেরকে এয়ারএশিয়া ইন্ডিয়ার মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে৷ অবিরাম সমর্থনের জন্য আমাদের মিশন, বিদেশী সরকারকে এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ৷
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯