মেলিতপোলের মেয়রকে অপহরণ করেছে রুশ সেনারা: ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে রুশ সেনারা অপহরণ করেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শহরটি ইতোমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর হাতছাড়া হয়েছে এবং এটির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। শনিবার আল জাজিরা এ খবর জানায়।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাসচেঙ্কো বলেন, বৃহস্পতিবার মেলিতপোল শহরের কেন্দ্রে ১০ সেনা মেয়র ইভান ফেদোরভকে ধরে নিয়ে যায়।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ওই সেনারা (রুশ) মেয়রের মাথায় একটি ব্যাগ বেধে দেন এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট অফিসের উপ-প্রধান কাইরিলো টিমোশেঙ্কো একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেন যে, এটা ফেদোরভের অপহরণের ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত ব্যক্তিরা এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। আল জাজিরা স্বাধীনভাবে ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি।
ফেদোরভকে কোথায় রাখা হয়েছে এবং তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়াও।
শুক্রবার দিনের শেষে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ‘অপহরণে’র নিন্দা জানান।
মেয়র ফেদোরভ ‘সাহসের সঙ্গে ইউক্রেন ও তার সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় কাজ করেছেন বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের দুই সপ্তাহের বেশি সময় পার হয়েছে। যুদ্ধের ১৭তম দিনের ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।
মেলিতপোল শহরের মেয়র ইভান ফেদোরভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, রাজধানী কিয়েভসহ রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।