রুশ সামরিক অভিযানে ধ্বংস ৩,৪৯১ ইউক্রেনীয় মিলিটারি অবকাঠামো: দ্য গার্ডিয়ান

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান।
এদিকে, বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে রুশ সামরিক অভিযানে ইউক্রেনের তিন হাজার ৪৯১টি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য দিয়েছে।
তবে রয়টার্স নিরপেক্ষভাবে এই তথ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯