শরণার্থীদের সহায়তায় নোবেল পদক বিক্রি করবেন রুশ সাংবাদিক

রুশ সামরিক অভিযানের জেরে শরণার্থী হওয়া ইউক্রেনীয়দের জন্য তহবিল গঠন করতে নিজের নোবেল পদক দান করছেন ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাটভ।
দিমিত্রি মুরাটভ রাশিয়ার নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক। তার পত্রিকাটি ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২২ মার্চ) তার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে ১০ মিলিয়ন ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের সহায়তা দিতেই তিনি এ তার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি তাদের পুনর্বাসনের জন্য বিশ্ব-বিখ্যাত পুরস্কারটি নিলামের আহ্বান জানিয়েছি। আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি। পদক বিক্রির টাকা তহবিলে যোগ করা হবে। এ ছাড়া বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।
২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রুশ সাংবাদিক ও নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ। ১৯৯৩ সালে মস্কোতে যাত্রা শুরু করে নাভায়া গেজেটা।