বেলমার্শ কারাগারে আজ অ্যাসাঞ্জের বিয়ে

যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বিয়েতে মাত্র চারজন অতিথিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরের শুরুতে বন্দী অ্যাসাঞ্জকে কারাগারে বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।
কারাগারের একজন মুখপাত্র বলেছেন, কারাগারের সমস্ত বিবাহ অবশ্যই প্রিজন সার্ভিস নীতিতে হয়ে থাকে। বিয়ের ছবি তোলার বিষয়টি কিছুটা শিথিল করা হয়েছে। কারাগারের কর্মীরা ছবি তোলার কাজটি করবেন।
এদিকে স্টেলা মরিসের বিয়ের পোশাকের ডিজাইন করছেন জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড।
উইকিলিকসের গোপনীয় মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের অভিযোগে গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি অ্যাসাঞ্জ। এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে চায় মার্কিন কর্তৃপক্ষ। তিনি ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন।
২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবী দলে যোগ দেন স্টেলা মরিস। অ্যাসাঞ্জের সঙ্গে সেবারই প্রথম দেখা হয় তার। ২০১৫ সালে তারা প্রেমের সম্পর্কে জড়ান।ইকুয়েডর দূতাবাসে থাকার সময় তিনি ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন।
এর আগে বিয়ের খবর দিয়ে স্টেলা মরিস বলেন, সামগ্রিক পরিস্থিতি বিরূপ হলেও আমরা অবশ্যই বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। আমাদের বিয়ের পরিকল্পনায় বেআইনি হস্তক্ষেপও করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় বন্দীরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হবে তাদের। ২০২১ সালের শেষ দিকে কারাগারে বিয়ে করার অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেন অ্যাসাঞ্জ। নভেম্বরে তার আবেদন মঞ্জুর হয়।