টিকা সনদ থাকলেই সিঙ্গাপুরে লাগবে না কোয়ারেন্টাইন

করোনা নীতি আরও শিথিল করতে যাচ্ছে নগররাষ্ট্র সিঙ্গাপুর। এই দ্বীপ রাষ্ট্র ভ্রমণে আগামী মাস থেকে কেবল দুই ডোজ করোনা টিকা দেওয়া থাকলেই বিদেশ থেকে আসা কারও কোয়ারেন্টাইন করতে হবে না।
বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ জানিয়েছেন, বাইরে চলাচলে মাস্ক ব্যবহারও আর বাধ্যতামূলক থাকছে না। এছাড়াও তখন থেকে বড় জমায়েতেও আর বাধা থাকবে না।
সিঙ্গাপুরের শতভাগ মানুষ এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন। ৭১ শতাংশ মানুষের বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে। তাই করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর সাথে করোনা টিকার সনদ থাকলেই এখন সবাই সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন।
পহেলা এপ্রিল থেকে নতুন করোনা বিধি চালু হবে বলেই জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯