আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সোমবার রাতে ইউক্রেনের জনগণের উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি এ কথা জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
সোমবার ভাষণে যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সেনাবাহিনীকে খুঁজে বের করার দাবি জানিয়ে জেলেনস্কি বলেন, বুচা শহরে নাগরিকদের হত্যার ঘটনায় স্বচ্ছ ও খোলামেলা তদন্ত চায় কিয়েভ।
তিনি আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, আমরা স্বচ্ছ, পরিপূর্ণ তদন্তে আগ্রহী। আর এ তদন্তের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা করা হবে।’
জেলেনস্কি দাবি, তিনি তদন্তকাজ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর দ্য লিয়েন, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা ও অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে আলোচনা করেছেন।
বুচা শহরে তিন শতাধিক বেসামরিক নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, সেখানে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে বলে প্রমাণ রয়েছে।
জেলেনস্কি আরও বলেন, কিয়েভ, চেরনিহিভ, সুমি অঞ্চলে দখলদারেরা যা করেছে, নাৎসি হামলার পর থেকে এমনটা ঘটেনি। এর দায় নিতে হবে দখলদারদের।
জেলেনস্কি বলেন, যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সেনাবাহিনীর সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব শনাক্ত করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যৌথভাবে এ কাজ করতে হবে।