বুচা হত্যাকাণ্ড: রুশ রাষ্ট্রদূতকে কানাডার তলব

ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কানাডা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি।
মেলানি জলি বলেন, অমানবিকতারও একটা মাত্রা আছে। কিন্তু আমরা বুচাতে যা দেখছি তা মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যাটো সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোপকালে এসব কথা বলেন তিনি। সেখানে ন্যাটোর সদস্য দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।
মেলানি জলি জানিয়েছেন, তিনি তার উপমন্ত্রীকে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে তলবের বিষয়টি জানিয়েছেন। বুচা এবং ইরপিনে যা ঘটছে তার পুরো চিত্র উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে চলতি সপ্তাহে নয় রুশ নাগরিক এবং নয় বেলারুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।